স্মৃতির অনুরণন | আবদুল্লাহ আল মঈনী
কতকাল পর দাঁড়িয়েছি, স্মৃতির আঙিনায় – স্পর্শের মোহে;
বাড়িয়ে পায়ের চিহ্ন, যাচ্ছি গভীরে; স্মৃতির গহীন অরণ্যে ।
প্রাণের অরণ্যে তৃষিত নয়নে খুঁজে ফিরি চারিধার
মনের সায়রে কালের স্রোতে আজ সময়ের হাহাকার।
দৃষ্টির দিগন্তে নীলিমা সীমান্তে ছুঁয়ে আছে মহীজাত (বৃক্ষ)
স্মরণে স্বননে আবেশিত মন চিরকাল সহজাত।
মুহূর্তগুলো জেগে আছে মনে শব্দে, বাক্যে, কথায়
শ্রবণেন্দ্রিয়ে মহাকর্ষ – অনুধ্যানের(স্মৃতির)দিশায়।
শূন্যতায় ঘেরা প্রকৃতির মাঝে সেই দিনের প্রতিফলন
যেদিন জলে সিক্ত ফোয়ারায় হত প্রাণের স্ফুরণ।
সময়ের স্রোতে, সিক্ত প্রাণে অনুভূতিময় প্লাবন
মরমে মননে; আবেশিত মনে স্মৃতির অনুরণন।