বিশ্বাস | আবদুল্লাহ আল মঈনী

মৌনতায় মোহাচ্ছন্ন আঁধারের অন্তরালে অগ্রগামী পথিক

গহীন গন্তব্যে পথের পাথেয়-বিশ্বাস; তাই সে নির্ভীক।

শূণ্যতার শুদ্ধস্বরে অনাদ্যন্ত অন্ধকারে দাঁড়ের প্রতি টানে

প্রদীপ্ত প্রত্যয়ে দৃষ্টির দৃঢ়তায় চলেছে নিভৃত নিঃস্রবণে।

দুর্নিবার দর্শনে আলোকের অংশাংশে করেছে নির্ভর

ধরেছে ধৈর্য, বিবেকে বিশ্বাস : ঐক্যের প্রদীপ্ত প্রহর।




I BUILT MY SITE FOR FREE USING