বাংলাদেশ | আবদুল্লাহ আল মঈনী

এ আমার দেশ যার রক্তিম বক্ষ আর সবুজ কায়া –

এ বাংলা আমার ভাষা – চেতনায় মম বাংলার মায়া ।

আমি গর্বিত – উল্লাসে চৌচির ; আমি হর্ষে পুলকিত –

আমি বাঙালি এ আমার অহঙ্কার ; মম শির সদা উন্নত ।

এ মাটি আমার স্বর্গ – এ মাটিতেই হব শেষ –

এ আমার দেশ – আমার মা – এ আমার বাংলাদেশ ।

হৃদয়ে স্পন্দিত , মরমে ছন্দিত – চিরায়ত এক অনুভব ;

বিজয় বল জাগায় বিবেক - বলে সব সম্ভব ।

সবুজের বুকে বিজয় উল্লাস , সাথে রক্তিম চেতনা ;

উপড়ে ফেলে বিষের শেকড় - সার্থক অসীম সাধনা ।

শুভ্র ছিল ; শুভ্র আছে – বাংলা মায়ের অঙ্গ –

সবুজের মাঝে রক্তবৃত্ত , রণে দেয় নি ভঙ্গ ।

শৃঙ্খল ভেঙে রাঙা রুধিরে বিজয় পতাকার সৃজন ;

হৃদয়রাজ্যে বাংলা মায়ের ভালবাসাময় গুঞ্জন ।




I BUILT MY SITE FOR FREE USING