প্রকৃতির প্রতিশ্রুতি | আবদুল্লাহ আল মঈনী
যাচ্ছি – পথ থেকে পথে, অসীম প্রান্তরের দিকে
খানিকটা গভীরে, নিষ্পাপ প্রকৃতির সরলতার গভীরে –
যেখানে পায়ের স্পর্শে ভূমি – আজ ইন্দ্রিয়ে ছুঁয়ে যাচ্ছে;
আর জলের ছোঁয়ায় হৃদয় –খুঁজে পাচ্ছে শান্তি ।
যেখানে সাগর মিলেছে আকাশে – জলের ধ্বনি বাতাসে ; বইছে অবিরত অনন্ত ,
সাথে শৈশব যেন ফিরে এসেছে – প্রাণবন্ত উৎসবে , আজ সে দারুণ দুরন্ত।
সায়রে সমীরে – শান্ত এ শরীরে – অনাবিল এক অনুভূতি;
কারণ নিষ্পাপ মন – সরল জীবন – প্রকৃতির চির প্রতিশ্রুতি।
আজ স্মৃতির রাজ্যে ধারণ করা সব ছবির প্রতিফলন
আর মনের কাব্যে – শব্দ বাক্যে হচ্ছে – আশ্চর্য অনুরণন।
সিন্ধুতীরে আবেশিত তাই – স্থির মোহের মায়ায় –
অসীমে দৃষ্টি প্রসারিত – আজ স্রোতের সম্মোহনী ইশারায় ।