কাগজে কলমে | আবদুল্লাহ আল মঈনী

কলমের আঁচড়ে সাদা কাগজে প্রাণের কম্পন –

অক্ষর , শব্দ , বাক্যে তরঙ্গায়িত - চিন্তা , চেতনা আর মন ।

মনের সাথে কাগজে কলমে – নীরব কথোপকথন ; 

বিবেকের জন্মে জাগরণে হয় সরব উচ্চারণ । 

গহীনে মনরাজ্যে – প্রবাহমান স্রোতধারা ,

তার অনুকূলে প্রতিফলিত বিম্বের ইশারা ।

ইশারা ছুঁয়েছে প্রাণ – কলমের তরঙ্গে ,

সরল ছন্দিত স্পন্দন – কাগজের অঙ্গে । 

ইচ্ছাশক্তির প্রবলতায় কাগজে কলমে মহাকর্ষ ,

দিক থেকে দিগন্তে - সরল সৃজনের উৎকর্ষ ।

বিন্দু থেকে সিন্ধুতে মেলে বিশালতা –

কলম থেকে কাগজে খেলে মনের স্বাধীনতা ।

স্বাধীনতায় হোক প্রস্ফুটিত নিষ্পাপ মনের সরলতা ,

কাগজে কলমে অনুরণিত – সত্য , সুন্দর আর সততা ।

I BUILT MY SITE FOR FREE USING