একুশ | আবদুল্লাহ আল মঈনী

একুশ মানে বাংলা আর বাঙালির চেতনা -

একুশ মানে বাংলাদেশের - রক্তাভ সূচনা ।

একুশ মমচিত্তে ফোটায় গর্বের কণ্টক -

অসত্য আর অত্যাচারে একুশ প্রতিবন্ধক ।

মরমে একুশ ফলায় বিবেকের শুভ্র ফসল -

একুশ বাঙালির আবেগ করেছে আজ নির্মল ।

ভাষাশহীদ আর ভাষাসৈনিক - অগ্রদূত তোমরা -

চেতনার শাণে উজ্জীবিত - বাঙালি আমরা ।

২১ শে ফেব্রুয়ারি বাংলার স্বাধীন সবিতা -

'৫২ থেকে সদা জাগ্রত বাংলার জনতা ।

হৃদয়ে সদা বহমান - মায়ের ভালোবাসা ;

বাংলা আমার মা - বেঁচে থাকার এই আশা ।

একুশ খুলেছে বাংলায় - সংগ্রামের সত্যদ্বার -

প্রয়োজনে তাই বাঙালি জেগে উঠে বারবার ।


I BUILT MY SITE FOR FREE USING