উপলব্ধির উপাখ্যান | আবদুল্লাহ আল মঈনী
বিন্দু বিন্দু করে রেখার সৃষ্টি করা পথে হেঁটে এসেছি -
সিন্ধু তীরে দাঁড়িয়ে দিগন্তে আজ সম্মোহে সূর্যাস্ত দেখছি।
আদিত্যের অনান্তিক আলোকের আবেশিত অনুভূতি;
মহাবিশ্বের মহাকর্ষে মোহাবিষ্ট – তরঙ্গায়িত অদিতি।
আমি নিঃশব্দে দাঁড়িয়ে আছি বিশালতায়-
মিশে গেছি আপনমনে;
যেখানে নিবিড় নীরবতায়, অসীম শূন্যতায়,
প্রাণের জন্ম হয় ক্ষণে ক্ষণে ।
প্রকৃতির প্রতিফলনে, স্রোতস্পর্শতে – সীমান্তের সূর্যস্নান,
গোধূলির ক্ষণে, ঐশীর একত্বে – উপলব্ধির উপাখ্যান।